Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার সিলেট আসছেন সিলেট-১ আসনের সাংসদ ড. মোমেন

admin

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ০৫:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৩০ মে ২০২৪ | ০৫:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
শুক্রবার সিলেট আসছেন সিলেট-১ আসনের সাংসদ ড. মোমেন

স্টাফ রিপোর্টার:
দু’দিনের সফরে সিলেট আসছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং শনিবার (১ জুন) দুপুর দেড়টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব মো. হায়দার আলী।

সফরসূচি অনুসারে, শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন, পরে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।

পরদিন শনিবার (১ জুন) সকাল ১১টায় সিলেটের আরামবাগস্থ আমানউল্লা কনভেনশন হলে এনআরবিসি ব্যাংকের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১টায় খাদিমনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

পরে এদিন দুপুর দেড়টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে রওয়ানা হবেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!