স্টাফ রিপোর্টার:
সিলেটে গেল রাতে বৃষ্টিপাতে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে মহানগরের বিভিন্ন এলাকা। এতে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী।
পানি উন্নয়ন বোর্ডের সোমবার বেলা ৯টার তথ্যমতে, সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে, কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কুশিয়ারার অমলসিদ পয়েন্টে সকার ৬টায় বিপদসীমার ৫৩ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটে গত রাত থেকে সকাল পর্যন্ত ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। ৎ
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার