স্টাফ রিপোর্টার:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে সিলেট জেলার ২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (৫ জুন)। সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ উপজেলায় বুধবার ভোটযুদ্ধে লড়বেন ২৩ প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ উপলক্ষে এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোটের দিন বন্ধ থাকবে সকল স্কুল-ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই কয়েকদিন প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছে। গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিয়েছেন নানা প্রতিশ্রুতি।
উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযাযী প্রচার শেষ হয়েছে রবিবার রাত থেকে। উপজেলায় সোমবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। নির্বাচনী আচরণি বিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে ইউনিয়ন প্রতি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার