ক্রীড়া প্রতিবেদক:
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল। এর আগে রোববার টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ দলের এই স্পিন বোলিং কোচ প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের। তিনি বলছিলেন, ‘প্রথম ম্যাচে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তাইজুল, মিরাজ, সাকিবও। দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটাররা বেশ ভালো খেলেছে। আমাদের উন্নতির জায়গা আছে বেশ কিছু। সব মিলিয়ে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে বলেই মনে হয়েছে।’
দলের কোন জায়গায় উন্নতির প্রয়োজন এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘বিশেষ করে আমার মনে হয়েছে, প্রতিপক্ষ ব্যাটাররা যখন ভালো খেলতে শুরু করবে, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। কখনো আপনাকে আক্রমণে যাওয়া উচিত হবে না, রক্ষণাত্মক খেলতে হবে। কখনো কখনো রক্ষণাত্মক কৌশলটাই হবে আক্রমণের। এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে আমাদের।’
সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও অন্তত শেষটা জয় দিয়ে রাঙ্গাতে চায় টাইগাররা। এই ম্যাচে ভালো করে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ। হেরাথ বলছিলেন, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’
এদিকে ইংলিশদের স্পিন বোলিং প্রসঙ্গ টেনে হেরাথ বলছিলেন, ‘মইন আলী আর আদিল রশিদ ভালো বল করেছে। এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তাদের। তারা এই সুবিধাটা নিচ্ছে। তাদের ব্যাকগ্রাউন্ডটাও তো এশিয়ান।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার