Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ট্রান্সফরমার চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

admin

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ০১:০১ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ০১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
জগন্নাথপুরে ট্রান্সফরমার চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের মোঃ তরমুজ মিয়ার পুত্র মোঃ হোসেন মিয়া (২৯) ও একই গ্রামের সাফর আলীর পুত্র আসাদুজ্জামান।

শনিবার (৮ জুন) ধৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স উপজেলার রানীগঞ্জ ‍ ইউনিয়নের কুবাজপুর গ্রামের ট্রান্সফরমার খুঁটির নীচ থেকে তাদের গ্রেফতার করে।

জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রাম থেকে রাইচ মিল গ্রাহকের ৩টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়। এতে ১ লক্ষ ৭৯ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয় ও ১টি ফেজ রাইচ মিল বিদ্যুবিহীন অবস্থায় থাকে। এ ব্যাপারে গ্রাহক অজ্ঞাতনামা আসামী করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে তদন্ত চলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে কুবাজপুর গ্রামে বৈদ্যুতিক তারের (ট্রান্সফরমার সংযুক্ত) খুঁটির নীচ থেকে সন্দেহজনক ঘুরাফেরা অবস্থায় তদন্তে প্রাপ্ত দু’জনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের শনিবার (৮ জুন) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা দু’জন ট্রান্সফরমার চোরচক্রের সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে আসামী হোসেন মিয়ার নামে ট্রান্সফরমার চুরির মামলা পরিলক্ষিত হয়। এ ব্যাপারে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন