Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এসএসসির খাতা চ্যালেঞ্জ করে ১৯৯ শিক্ষার্থীর জয়

admin

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৪ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এসএসসির খাতা চ্যালেঞ্জ করে ১৯৯ শিক্ষার্থীর জয়

স্টাফ রিপোর্টার:
চলতি বছর সিলেট বোর্ডে এসএসসির ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণে ৩৫ জন শিক্ষার্থী নতুন করে পাশ করেছেন। আর ১৯৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট সরকার মোহাম্মদ আতিকুর রহমান ।

তিনি জানান, চলতি বছর এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ১৮ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৩৬ হাজার ১৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ২৪৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে; যার মধ্যে ২২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ৩৫ জন ফেল থেকে পাশ করেছে এবং ১৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

জানা গেছে, ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় ১৩ থেকে ১৯ মে পর্যন্ত।

এ বছর সিলেট বোর্ডে পাসের হার ছিলো ৭৩ দশমিক ৩৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার কমে ২ দশমিক ৭১ শতাংশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!