Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চোরাই চিনি জব্দ, ট্রাক রেখে পালালেন চালক-সহযোগী

admin

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ০৪:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ০৪:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চোরাই চিনি জব্দ, ট্রাক রেখে পালালেন চালক-সহযোগী

স্টাফ রিপোর্টার:
কোম্পানিগঞ্জ সীমান্ত থেকে সিলেট শহরের দিকে আসা মালবোঝাই একটি ট্রাক দেখে সংকেত দেন চেকপোস্টের পুলিশ সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে গাড়ি না থামিয়ে চালক দ্রুত গতিতে পাস কাটিয়ে চলে গেলেন। সন্দেহ হওয়াতে পেছনে তাড়া করে পুলিশ। এরপরই সড়কের মধ্যে গাড়ি রেখে জঙ্গলের ভিতর দিয়ে নিরাপদে পালিয়ে গেলেন ট্রাকের চালক ও তার সহযোগী। তখন ট্রাকটি চেক করে মিলে চোরাইচিনির লাখ লাখ টাকার চালান।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মহানগরের সিলেট-কোম্পানিগঞ্জ সড়কের কাকুয়ারপারে এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করে। এর মধ্যে থাকা ১৩৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ট্রাকের চালক ও তার সহযোগীর নাম পরিচয় জানা যায়নি। একইসঙ্গে কারা এই চোরাই চিনির সঙ্গে জড়িত এখন পর্যন্ত তা পাওয়া যায়নি।

তিনি বলেন, জব্দকৃত ১৩৫ বস্তা চিনির বাজারমূল্য রয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকার। এ ঘটনায় অজ্ঞাতনামা চালক ও সহযোগীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন