Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই বিএনপিকে মাঠ থেকে বের করে দিতে চায় আ.লীগ : ফখরুল

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনের আগেই বিএনপিকে মাঠ থেকে বের করে দিতে চায় আ.লীগ : ফখরুল

স্টাফ রিপোর্টার:
নির্বাচনের আগেই বিএনপিকে আওয়ামী লীগ মাঠ থেকে বের করে দিতে চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গত (২০১৮ সালের সংসদ নির্বাচন) নির্বাচনের আগে বিএনপির ২১ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারও আমরা সেই আশঙ্কা করছি।

সোমবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনা ঘটিয়ে একইভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করতে বাড়ি-বাড়ি অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল।

তারা নির্বাচন আগে বিএনপি শূন্য, বিএনপিকে মাঠ থেকে বের করে দিতে চায়। কিন্তু এবার আর সেটা পারবে না। কারণ জনগণ রাস্তায় নেমে গেছে। বিএনপি মাঠে নেমে গেছে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে। জনগণের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন