Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রায়পুরে ৩ দিন ধরে নিখোঁজ ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী

admin

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ০১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
রায়পুরে ৩ দিন ধরে নিখোঁজ ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে যাওয়ার সময় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে নিখোঁজের তিনদিন পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে চরম উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার বামনি ইউপির কাফিলাতলী এলাকার মো. হারুনুর রশিদের ছেলে আবদুল্লাহ আল নাইম সিয়াম (১৩) ও রামগন্জের শ্যামগঞ্জ গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে মো. রিমন। তারা দু’জনই ও পানপাড়া উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় নিখোঁজ সিয়ামের বড় ভাই আবদুল্লাহ আল নোমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল সিয়াম স্কুলের উদ্দেশ্যে বের হয়। একই সময় শ্যামগঞ্জের নিজ বাড়ি থেকে অপর শিক্ষার্থী রিমন হোসেনও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

কিন্তু স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তাদের দুইজনইকে খুঁজতে থাকে পরিবার। পরে জানা যায়, বাড়ি থেকে বের হলেও ওই দুই শিক্ষার্থী স্কুলে যায়নি। ধারণা করা হচ্ছে, পথ থেকেই তারা নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের মামা মো. জামাল উদ্দিন জানান, ঘটনার তিনদিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। তারা কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও জানা যায়নি।

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তারা কীভাবে নিখোঁজ হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন