বড়লেখা সংবাদদাতা:

মৌলভীবাজারের বড়লেখায় বন্যার কারণে ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। আর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, বন্যার পানি নেমে গেলে এসব প্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হবে।