Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেস্তোরাঁ থেকে মাতাল হয়ে বের হয়ে ফের সমালোচনার মুখে উরফি

admin

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ০১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ০১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
রেস্তোরাঁ থেকে মাতাল হয়ে বের হয়ে ফের সমালোচনার মুখে উরফি

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী উরফি জাভেদ মানেই নতুন কিছু। এবার আঁটসাঁটো গোলাপি পোশাকে হোটেল থেকে বের হয়ে সামলোচনার মুখে পড়েছেন তিনি। হাঁটতে পারছিলেন না, পা টলমল করছিল। তাকে কোনোমতে গাড়ি অবধি পৌঁছে দিলেন এক বান্ধবী। যদিও মুখে তিনি বলছিলেন— ‘আমি একদম ঠিক আছি।’

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, বলিউড অভিনেত্রী উরফি জাভেদ একটি হোটেল থেকে টলতে টলতে বের হচ্ছেন। অভিনেত্রী ছক ভাঙতে পারদর্শী। বাহারি পোশাক পরে হামেশাই চমকে দেন সবাইকে। পোশাকে চমক আনতে সিদ্ধহস্ত তিনি। সচরাচর বলিউডের তারকাসন্তানদের সঙ্গে দেখা যায় না উরফিকে। ‘বহিরাগত’ হিসেবেই পরিচিত তিনি। যদিও দিন কয়েক আগে অনন্যা পাণ্ডে ও বলিউডের ঘনিষ্ঠ ওরির সঙ্গে পার্টি করতে দেখা গেছে তাকে। তবে এবার যেন একেবারে অন্যভাবে ধরা দিলেন উরফি।

পরনে আঁটসাঁটো গোলাপি পোশাকে হোটেল থেকে গাড়ি অবধি তাকে নিয়ে যাচ্ছেন তার এক বান্ধবী। এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের সমালোচনায় পড়েন তিনি। যদিও মুখে উরফি বলছিলেন— ‘আমি একদম ঠিক আছি।’

উরফি জাভেদের এই ভিডিও দেখেই কৌতূহলী নেটিজেনদের অনেকেই বলেছেন— উরফি কি মাতাল নাকি? আবার কেউ বলেছেন— উনি কি ভয় পেয়ে আছেন, নাকি মদপান করেছেন? অন্য একজন বলেছেন—পুরো মাতাল অবস্থায় অভিনয় করছেন তিনি, যা নাটক করতে পারেন না।

উল্লেখ্য, মুম্বাইয়ে এক রাতের পার্টি থেকে বেরতে দেখা যায় উরফিকে। হোটেলে ঠিক কী ঘটেছিল উরফির সঙ্গে, তা জানা যায়নি। সেখানে অন্যদিনের তুলনায় একেবারে ভিন্ন এক উরফিকে দেখেন নেটিজেনরা। ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তিনি।

ফটোসাংবাদিকদের জন্য পোজ দিতে দিতেই বলে ওঠেন— আমার কিছু হয়নি। আমি একদাম ঠিক আছি। সেই রাতের পর থেকে আর তাকে কোথাও দেখা যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন