Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

admin

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ০৬:২৯ অপরাহ্ণ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ০৬:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় ৩০০ পিস ইয়াবাসহ মুমিন মিয়া (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৯ জুলাই) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুমিন ওই এলাকার মতিন মিয়ার ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মাহমুদুর রহমান এবং এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উত্তর হিংগাজিয়া এলাকার হক ভিলা নামক একটি বাড়ির সামনে থেকে মুমিন মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার ডিবির (দক্ষিণ) ইনচার্জ সজল কুমার কানু জানান, গ্রেপ্তারকৃত মুমিন জনৈক আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিলো। তাকে জিজ্ঞাসাবাদকালে তার মোবাইলের কল রেকর্ড পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় মুমিন মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন