Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে স্ত্রী হত্যা : স্বামীকে যে দণ্ড দিলেন আদালত

admin

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ০৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ১১ জুলাই ২০২৪ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে স্ত্রী হত্যা : স্বামীকে যে দণ্ড দিলেন আদালত

স্টাফ রিপোর্টার:
সিলেটে স্ত্রী হ ত্যা : স্বামীকে যে দ ণ্ড দিলেন আদালত সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আমিরুন নেছা হত্যায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে (২৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিলেটে গোয়াইনঘাটের বাগাইয়া হাওড় এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিবাহের পর থেকেকেই স্বামীর সাথে নানা বিষয় নিয়ে বিবাদ চলছিলো আমিরুন নেছা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৭ সলের ১৭ মার্চ মধ্যরাত দেড়টার দিকে ধারালো দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম গোয়াইনঘাট থানায় মামলা দয়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত আলমগীরকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আলমগীরকে আমৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন