Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামের ডালিম আহমদ (৩৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।

রবিবার (১৪ জুলাই) দুপুরে পাশের গ্রামে একজনের বাড়িতে কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। ডালিম পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

মোগলাবাজার থানাপুলিশ জানায়, ডালিম আহমদ তার পাশের গ্রামের একজনের বাড়িতে পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে রবিবার বাদ এশা মোগলাবাজার সিদ্দিকিয়া মার্কেটের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!