স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠ সিডনিতে অনুষ্ঠিত টেস্ট দিয়ে দীর্ঘ সংস্করণ এবং সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে এবারের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর দিয়ে অবসর গ্রহণের সময় তিনি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সেই ভার ছেড়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হাতে। তবে ক্রিকেট বোর্ড তার খেলার দরজা বন্ধ করে দিয়েছে!
ওয়ার্নারকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেরাতে চায় না অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা যা বুঝতে পারছি ডেভিড অবসরের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য তার প্রশংসিত হওয়া উচিৎ। তবে আমাদের পরিকল্পনায় পাকিস্তানে সে থাকছে না।’ পাকিস্তানের মাটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে।
বেইলি আরও বলেন, ‘ওয়ার্নারের দারুণ একটি ক্যারিয়ার আছে। সে যে লিগ্যাসিটা রেখে গেছে তাতে করে আমরা তা বহন করে এগিয়ে যেতে চাইলে আরও ক্রিকেটার গড়ে উঠবে। তবে দল যেভাবে এই ট্রানজিশন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে, তাতে সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে আমাদের জন্য।’
একই সঙ্গে সাবেক অজি অধিনায়কের কাছে মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞদের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে বেইলি জানিয়েছেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে। আমার মনে হয় তখন স্কোয়াডে এখনের চেয়ে আরও বেশি পরিবর্তন আসবে। তবে স্টার্ক এবং ম্যাক্সওয়েলের ব্যাপারে আসলে আমাদের কোনো আলোচনা হয়নি যে তারা কখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবে।’
তিনি আরও জানান, ‘অবশ্যই গ্লেন এবং মিচের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে। বিশেষ করে স্টার্কির (মিচেল স্টার্ক) জন্য সামনের গ্রীষ্মটা অনেক জরুরি হতে যাচ্ছে। ফলে সামনের সিরিজের স্কোয়াডের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে এসব বিবেচনায় নিয়ে জরুরি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে প্লেয়াররা শেষের দিকে আছে, তারা আসলে কখন থামবে তা নিয়ে আমাদের আলোচনা হয়নি।’
উল্লেখ্য, ওয়ার্নারই একমাত্র ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই একশটিরও বেশি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮ হাজার ৯৯৫ রান করে দেশটির ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান ওয়ার্নার। তার সামনে আছেন কেবল কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং, তার রান ২৭ হাজার ৩৬৮। সেঞ্চুরিতেও ওয়ার্নারের (৪৯টি) ওপরে আছেন কেবল পন্টিং (৭০টি)।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার