Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেড় ঘন্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ০৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ০৭:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
দেড় ঘন্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার পর মহাসড়ক অবরোধ করেন তারা। দেড় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সেড়ে যান তারা। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকালে রাস্তায় বসে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি।

বিকেল তিনটার দিকর ক্যাম্পাসে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে সকাল থেকে ক্যাম্পসে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে তারা এ অবস্থান নেন। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোটা দেখা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন