Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হিজবুল্লাহ ইস্যুতে ইসরাইলকে যে হুমকি দিল ইরান

admin

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
হিজবুল্লাহ ইস্যুতে ইসরাইলকে যে হুমকি দিল ইরান

অনলাইন ডেস্ক:
ইসরাইলে এবং লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে ইসরাইল যদি লেবাননের ওপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইরান।

সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর রয়টার্সের।

এর আগে শনিবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাইল।

সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যে কোনো সম্ভাব্য হামলা ‘ইসরাইলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে।’

ইরানি প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক উল্লেখ করে বলেছেন, ‘আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন