Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জৈন্তাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মালদ্বীপ প্রবাসীর

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ০১:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪ | ০১:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মালদ্বীপ প্রবাসীর

জৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম আবুল কালাম (৩০)। তিনি উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার আবুল হাসেম মিয়ার ছোট ছেলে।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এক কন্যা সন্তানের জনক মালদ্বীপ প্রবাসী আবুল কালাম গত (৩০ জুন) ছয় মাসের ছুটিতে দেশে ফিরেন। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় আবুল কালামের বড় ভাইকে তামাবিল থেকে আনার উদ্দেশ্যে তিনি রওয়ানা হন। পথিমধ্যে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এসে তার মোটরসাইকেল পৌঁছালে জাফলংগামী যাত্রী বোঝাই এক বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৭৩৩) তার মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। মুহূর্তেই প্রবাসী আবুল কালাম মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় দুর্ঘটনার সংবাদ পেয়ে তার খালাতো ভাই এনামুলসহ অন্যান্যরা তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। নিহত আবুল কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি সম্পন্ন করা হয়েছে। তার পরিবারের দাবী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার। সে লক্ষ্যে এডিএম মহোদয়ের অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন