Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চৌহাট্টা আবারও উত্তাল, এবার যে ইস্যুতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ০৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ০৭:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
চৌহাট্টা আবারও উত্তাল, এবার যে ইস্যুতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:
গত ১৫ জুলাই থেকে আন্দোলনে আন্দোলনে উত্তাল সিলেট। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেট শান্ত হতে শুরু করেছিলো। তবে এবার ভিন্ন এক ইস্যুতে সিলেটে শুরু হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন।

শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে মহানগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। তাদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করে তাদের অটোপাস দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা চৌহট্টায় সড়ক অবরোধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

 

শিক্ষার্থীদের বক্তব্য- আজ দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

বন্যা ও সরকার পতনের আন্দোলনের কারণে ৩ বার পেছায় সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ইতোমধ্যে রুটিনও প্রকাশ হয়ে গেছে। এরই মাঝে সিলেটে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। তবে ঘণ্টাখানেক পর তারা সেনাবাহিনীর নির্দেশে সড়ক ত্যাগ করে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!