আন্তর্জাতিক ডেস্ক:
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, শনিবার দিনের শুরুতে ইসরাইলি বিমানহামলায় ৯ শিশু ও ৩ নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ সদস্য নিহত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা মহল্লায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাসসাল বলেন, আল জাওয়াইদায় অবস্থিত আজলাহ পরিবারের পারিবারিক বাসস্থান ও গোলাঘরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫।
এক প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতের কিছু সময় পর এই হামলা ঘটে।
উদ্ধারকারীরা মাটির সঙ্গে মিশে যাওয়া বাড়িটির ধ্বংসাবশেষ থেকে মরদেহ টেনে বের করছিলেন। এ সময় আহমেদ আবু আল-ঘৌল এএফপিকে বলেন, তিনটি রকেট বাড়িটিতে সরাসরি আঘাত হানে। ভেতরে অসংখ্য শিশু ও নারী ছিল। তাদের অপরাধ কি ছিল যে তাদের এমন পরিণতি হলো?
এই হামলার শেষে সূর্যোদয়ের পর ধারণ করা এএফপিটিভির ফুটেজে উদ্ধারকর্মীদের ধসে পড়া স্তুপকৃত কংক্রিটের ব্লকের নিচ থেকে মরদেহ খুঁজতে দেখা যায়।
১০ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধে গাজার অসংখ্য অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে ৪০ হাজারেরও বেশি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৪০ হাজার ৫ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক ও কতজন হামাস সদস্য, তা উল্লেখ করা হয় না।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার