Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সাঈদ-মুগ্ধকে স্মরণ

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৭:৪২ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৭:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সাঈদ-মুগ্ধকে স্মরণ

স্পোর্টস ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকে মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে পিয়াস নোভা গোল করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২০ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে একেবারে শুরুর দিকেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ১৭ মিনিটে বল পেয়ে বাম দিক দিয়ে ঢুকে পড়েন রাব্বি হোসেন রাহুল। তার গোলমুখী ক্রসে পা ছুঁইয়ে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম।

গোলের পর জার্সির ওপর সাদা এক টি-শার্ট পরে উদযাপন করেন মিরাজ। যাতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি’।

প্রথমার্ধে আরও বেশকিছু সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ সময় পর্যন্ত। পিয়াস নোভার সে গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন মারুফুল হকের শিষ্যরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবেন মিরাজরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন