Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩ | ০৩:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৩ | ০৩:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্নাবাজার এলাকায় অগ্নিকান্ডে অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রত্নাবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পবিত্র শবে বরাতের রাত হয়ায় রত্নাবাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। হঠাৎ করে তারা একটি চা-য়ের স্টল থেকে আগুণের লেলিহান শিখা দেখতে পান। পরে যা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়র সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ঘন্টা খানেকের প্রচেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে বাজারের ১২ ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নব কুমার সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এছাড়াও ১২টি দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!