Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৩৩ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের নিথর দেহ

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
৩৩ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের নিথর দেহ

 

স্টাফ রিপোর্টার:
বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক সাদিক হোসেন হৃদয় (১৯) নিথর দেহ ভেসে উঠল ৩৩ ঘণ্টা পর পর। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে রাজনগর ফায়ার স্টেশনে কর্মীরা ময়নার দোকানের পাশে মনুনদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

গত বৃহস্পতিবার মধ্যরাতে স্রোতের টানে বানের পানিতে ডুবে যান সাদিক। ঘটনার পরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সাদিক উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের সৌখিন মাছ শিকারী ছনাওর মিয়ার ছেলে।

 

জানা যায়, বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে হৃদয় তার বাবার সঙ্গে রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে যান। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন তারা। রাত দেড়টার দিকে ‘চিটকা জাল’ ছুঁড়লে হৃদয় জালের টানে পানিতে ভেসে যান। তার বাবা ছনাওর মিয়া চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তাকে উদ্ধার করতে পারেননি। বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে শুক্রবার সকালে

সিলেট থেকে ডুবুরিদল এসে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

 

রাজনগর ফায়ার সার্ভসের স্টেশন অফিসার মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন