স্টাফ রিপোর্টার:
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেধে দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেলচালিত রিকশাচালকরা। এর আগে ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন প্যাডেলচালিত রিকশাচালকরা। পরে দুপুর ১২টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা।
আন্দোলনের বিষয়ে অবরোধকারী রিকশাচালকরা বলেন, “অটোরিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়া আদায় করে না। তারা যেখানে ৫০ টাকা ভাড়া, সেখানে ২০ টাকায় চলে যায়। তাদের কারণে আমরা কোনও যাত্রী পাই না।”
তারা আরও বলেন, “সারাদিন রিকশা চালিয়ে আমরা যে টাকা কামাই করি, তা দিয়ে নিজেরাই চলতে পানি না। দিনশেষে হাতে কোনো টাকা থাকে না। পরিবারের জন্যও বাড়িতে কোনো টাকা পাঠাতে পারি না।”
রিকশাচালকরা জানান, আগে ঢাকার প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতো না। তখন প্যাডেলচালিত রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে প্যাডেলচালিত রিকশাওয়ালারা কোনো ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে।
বর্তমানে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে দেখা যায়। গত ১৫ মে সাবেক শেখ হাসিনা সরকারের সময় তৎকালীন সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। পরে ২০ মে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার