হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি না করে মজুদ করে রাখার অভিযোগে দুই ডিলারকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই ডিলার হল, হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকার কাজল চন্দ্র দাস ও শহরের বগলা বাজার এলাকার জুয়েল খান।
এর আগে রোববার বিকেলে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৪০ লিটার তেল, ১৪০ কেজি ডাল ও ৩৫০ কেজি চাল।
সাটিয়াজুড়ি ইউনিয়ন পরিষেরদ চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রচেষ্টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ তাদের আটক করে।
রোববার সাটিজয়াজুরী ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ চলছিল। বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেখানে এলে সব পণ্য বিক্রি না করে ইউপি কার্যালয়ে মজুদ করে রাখার প্রমাণ পায়। রোববার দিবাগত রাতেই ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, মামলা দায়েরের পর আটককৃত দুই ডিলারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার