Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চোরচক্রে আপন দুই ভাই!

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চোরচক্রে আপন দুই ভাই!

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার তাদেরকে উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চোরচক্রে আপন দুই ভাই রয়েছেন।

তারা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডুডিক এলাকার আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন (২১) ও জাহিদ হোসেন (১৯)।

এ ছাড়া তাদের সঙ্গে দরবস্ত ইউনিয়নের চাল্লাইন এলাকার তাহির আলীর ছেলে আবুল কালামকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার আহসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন