Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাডুবিতে দিরাইয়ে ২ জনের মৃত্যু

admin

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
নৌকাডুবিতে দিরাইয়ে ২ জনের মৃত্যু

দিরাই সংবাদদাতা:
হাওর পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ের ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার হলদিপুর-ভুরাখালীর মাঝামাঝি নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে জগন্নাথপুর থেকে নিজ বাড়ি দিরাই উপজেলার কালধর গ্রামে আসার পথে ছোট ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে এসে কালধর গ্রামের কাদির উল্লাহর স্ত্রী রহিমা বেগমের (৭৫) লাশ উদ্ধার করে।

এছাড়া নৌকায় থাকা নূর মিয়ার ছেলে কালাম মিয়া (৪০), তার ছেলে হুমায়ুন মিয়া (১০), মেয়ে তানহা বেগম (৭) ও মৃত মোজাফফর মিয়া স্ত্রী আলেকজান বিবিকে (৬৫) আহতাবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালাম মিয়া স্ত্রী মলিকা বেগমকে (৩৫) উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পানির স্রোতে ভেসে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন