সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের বজ্রপাতে চারজন জেলের মৃত্যু হয়েছেন। রবিরার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলার তিনটি উপজেলার পৃথক তিনটি হাওরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে হাওরে মাছ ধরার সময় ছাতকে একজন, দোয়ারাবাজারে দুজন ও জামালগঞ্জে একজন মৃত্যু হয়।
চার জেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে চারজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছাতক উপজেলায় সুন্দর আলী (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে। সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বোয়া বিল হাওরে বজ্রপাতে তিনি নিহত হন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে সকাল ৭টার বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের বাড়ি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে।
নিহতরা হলেন- তিনহালি বাড়ির চাঁন মিয়ার ছোট ছেলে জলাল মিয়া (৩০) ও একই গ্রামের নোয়া গাঁইয়া বাড়ির নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন।
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহিদ এ খবর নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলার জামালগঞ্জ উপজেলায় শরীফ মিয়া (৩০) নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, রাতে শরীফ কালাগুজার নয়া হাওরে মাছ ধরতে যান। সকালে পরিবারের লোকজন জানতে পারে, তিনি বজ্রপাতে নিহত হয়েছেন। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার