স্টাফ রিপোর্টার:
অফিসে বসে গুগলে ‘ভুলভাল’ সার্চ দেওয়ায় চাকরি গেছে এক তরুণের। ২৬ বছর বয়সি ওই তরুণের নাম জোশ উইলিয়ামস। সম্প্রতি তাকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছিলেন তার বস। সেই বৈঠকে কম্পিউটারে অপ্রাসঙ্গিক জিনিসপত্র সার্চ করার জন্য তাকে তিরস্কার করা হয়।
এর অল্প কিছুদিনের মধ্যেই তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।
সম্প্রতি ওই তরুণ টিকটকে একটি ভিডিও বার্তায় এমনটাই দাবি করেন। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অফিস চলাকালীন জোশ কম্পিউটারে ‘টার্কি টিথ’ এবং ‘সাইমন কাওয়েলস বোচড বোটক্স’র মতো কয়েকটি শব্দ খুঁজে বেড়াচ্ছিলেন। আর তা তার বসের নজরে পড়ে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার