সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ি ভাড়ার জের ধরে ৯ বছরের শিশুকে গলাকেটে হত্যার পর মাটি পুঁতে রাখার অভিযোগ উঠেছে। রোববার (১২ মার্চ) সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে মাটি খুঁড়ে ওই শিশু লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের বাড়িওয়ালা মাখন মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে পুলিশ।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ। এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলায় কাটা ছিল।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ জানিয়েছেন যে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
এরপর পুলিশ বাড়িওয়ালা মাখন মিয়া, তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, মিননগরের শালিকা জুলেখা খাতুন আটক করে থানায় নিয়ে আসে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার