স্টাফ রিপোর্টার:
পাঁচ আগস্টের আগে ১৫ বছর আওয়ামী লীগ ছাড়া বিরোধী রাজনৈতিক শক্তি সিলেটসহ সারা দেশে ছিলো কোণঠাসা। বিএনপি অনেকটা রাজনীতির মাঠে সরব থাকলে তারা হামলা-মামলায় ছিলো বিপর্যস্ত।
তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটে নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সব রাজনৈতিক দল। এবার সিলেটে চাঙা হচ্ছে জামায়াতে ইসলামের সংস্কারপন্থীদের গঠিত দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ লক্ষ্যে শনিবার (১৯ অক্টোবর) ৩১ সদস্যের সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটি। কমিটিতে ওমর ফারুককে আহ্বায়ক ও রেজাউল করিম শোয়েবকে সদস্যসচিব করা হয়।
শনিবার বেলা ১১টায় সিলেট মহানগরের একটি কমিউনিটি হলে এ কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
তিনি তাঁর বক্তব্যে বলেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন, আপনারা আমাদের সমলোচনা করুন, ভুলগুলো ধরিয়ে দিন। আমরা এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল দায়িত্বশীলতার সাথে তাদের সমলোচনা করছি, ভুল-ত্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকার হাসিমুখে আমাদের সমলোচনা শুনছেন ও সহ্য করছেন। কিন্তু অবাক ব্যাপার হলো জনগণের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছেন না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের যে ধীরগতি তাতে নাগরিকগণ আস্থাহীনতায় ভুগছে।
মঞ্জু আরও বলেন তারা যেসকল সংস্কারের কথা বলেছেন সেটাও তারা আদৌ করবেন কিনা তা নিয়েও জনমনে সংশয় তৈরি হচ্ছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মো. আলতাফ হোসাইন, সিলেট মহানগরের নবমনোনীত আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব ওমর ফারুক, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন, সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সদস্যসচিব হোসাইনুর রহমান লায়েস , যুগ্ম-আহ্বায়ক শরীফুজ্জামান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, সিলেট জেলা যুগ্ম-সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন ও এবি যুব পার্টি সিলেটের সমন্বয়ক তানজিল হাসান ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সিলেট মহানগর সদস্যসচিব রেজাউল করিম শুয়েব, যুগ্ম-সদস্যসচিব আহমেদ খলীল তাপাদার, আক্তার হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার