Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি হলেন জগন্নাথপুরের তিন আইনজীবী

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ০৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ | ০৬:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি হলেন জগন্নাথপুরের তিন আইনজীবী

প্রেবি বিজ্ঞপ্তি:
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর ( জিপি/পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে এ নিয়োগের বিষয়টি অবহিত করা হয়।

ওই নিয়োগে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. জিয়াউর রহিম শাহীন।

এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক ও রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজমল হোসাইন।

ওই তিন আইনজীবী জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (মল্লিকপাড়া) গ্রামের মরহুম কাজী জহির উদ্দিনের ছেলে।

অ্যাডভোকেট শাহীন জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার আলহাজ্ব আব্দুর রহিম মাস্টারের ছেলে এবং অ্যাডভোকেট আজমল রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জের আলমাস মিয়া ডাক্তারের ছেলে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন