Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডিবির জালে ৪ জুয়াড়ি

admin

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডিবির জালে ৪ জুয়াড়ি

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর কাজিরবাজাররস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন শাহীনের কলোনির সজিবের ঘরের বারান্দায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের মো. শামছু মিয়ার ছেলে সাইফুল (২৪), সিলেট নগরীর শেখঘাটের মো. হাসান মিয়ার ছেলে মো. সাগর আহমদ (২৪), হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের মৃত মো. দারগ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৭) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার সোনাচোরা গ্রামের মো. আবদুল মন্নানের ছেলে শফিকুল ইসলাম বাদল।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোর্পদ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন