Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

admin

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ০৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ | ০৬:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দুপক্ষের সংঘর্ষে ৬ জন ছাত্র আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিল।

সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১১ টায় একটি পক্ষ নবগঠিত কমিটিতে বঞ্চিত দাবি করে একটি পক্ষ শিল্পকলায় প্রবেশ করলে অপর পক্ষ বাঁধা দিল দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এসময় দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ এই হামলা করার অভিযোগ করেন উভয় পক্ষ। এসময় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ছাত্রদের প্রোগ্রামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন