Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত থেকে আটক ২, কোমরে লুকানো ছিল ৪৬ সোনার বার

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ০১:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ০১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্ত থেকে আটক ২, কোমরে লুকানো ছিল ৪৬ সোনার বার

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে ৪৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

আটকরা হলেন- মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তের দিকে যাবে, এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপিসংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানক্ষেতে অবস্থান নেয়।

তিনি জানান, সে সময় দুজন চোরাকারবারি সীমান্তের দিকে গেলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে কোমরে লুকানো ৪৬টি সোনার বার পাওয়া যায়। এই সোনার ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ এবং উদ্ধার সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

এই সংবাদটি পড়া হয়েছে : 980 বার

শেয়ার করুন