স্টাফ রিপোর্টার:
সিলেট ও হবিগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন রোববার জারি করা হয়েছে। সবমিলিয়ে দেশের পাঁচ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞাকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
সিলেটে নতুন নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে।
হবিগঞ্জের নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১৬ মার্চের মধ্যে এসব কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার