স্পোর্টস ডেস্ক:
আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। তাদের প্রতিপক্ষ কারা হচ্ছে তা নিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা। ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কেটেছে ভারত। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ২ উইকেটের হারে ফাইনাল নিশ্চিত হয় রোহিত শর্মাদের। এ নিয়ে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের ফাইনালে ভারত।
ভারতের আহমেদাবাদ ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। দুই প্রান্তে দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়ছিল ফাইনালের রেসে থাকা ভারত ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান আহমেদাবাদ টেস্টে জিতলেই কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে চলে যেত ভারত। তবে ড্র কিংবা হেরে গেলে তাকিয়ে থাকতে হতো শ্রীলঙ্কার দিকে। শেষ পর্যন্ত লঙ্কানদের হারে আহমেদাবাদ টেস্ট চলাকালেই ফাইনালের সুখবর পেল টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দু’দিনে ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। তবে তৃতীয় দিন থেকে শ্রীলঙ্কার রাশ আলগা হতে থাকে। চতুর্থ দিনের শেষে ম্যাচের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে ছিল যেখান থেকে দু’দলের যে কেউই ম্যাচ জিততে পারত। যদিও ঘরের মাঠে খেলা বলেই কিছুটা এগিয়ে ছিল নিউজিল্যান্ড। শেষমেশ প্রকৃতির বাধা সত্ত্বেও শেষ দিনে বাজিমাত করেন উইলিয়ামসনরা।
শেষ দিনে বৃষ্টি বাধ সাধায় মনে করা হচ্ছিল বুঝি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ক্রাইস্টচার্চ টেস্ট অমিমাংসিতই থেকে যাবে। তবে হিসাবটা বদলে দেয় নিউজিল্যান্ড। তারা কার্যত ওয়ানডে ক্রিকেটের ঢংয়ে রান তুলে ম্য়াচ নিজেদের করে নেয়।
ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৩ রান তোলে। প্রথম ইনিংসের নিরিখে ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্য়াথিউসের ১১৫ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্রটি ৩০২ রান তোলে। আর তাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮৫ রানের। চতুর্থ দিন শেষে কিউইরা তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটে ২৮ রান। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ৯ উইকেটে ২৫৭ রান তুলতে হতো স্বাগতিকদের।
তবে বৃষ্টির জন্য শেষ দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে খেলা শুর হলে জয়ের জন্য ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের সামনে। শেষমেশ ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে তারা। ১৯৪ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের জয় পায় স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চ টেস্টে হেরে যাওয়ায় টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। এছাড়া শেষ দিকে আশা জাগিয়েও রেস থেকে বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার