Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ ডিসেম্বর) বিভিন্ন সময়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা এসব অভিযান চালায়।

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবিরহাওড় বিওপি’র জোয়ানরা রোববার পৃথক সময়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু ও ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছ জব্দ করে। এসময় চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১টি নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরাধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন