Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০৫:১১ অপরাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০৫:১১ অপরাহ্ণ

ফলো করুন-
এবার সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
এবার শুধু সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময় এ বাহিনীর ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

৪৮ বিজিবি জানায়, তাদের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি’র জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করেন। এসবের বাজারমূল্য ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা নিশ্চিতে ও চোরাচালান রোধে বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন