Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট শিক্ষাবোর্ড পেল নতুন চেয়ারম্যান

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ০২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ | ০২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট শিক্ষাবোর্ড পেল নতুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:
দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বোর্ডগুলো হলো- যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর।

রবিবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ড, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ (গণিতের অধ্যাপক) মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ইংরেজি বিভাগের অধ্যাপক) মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (গণিতের অধ্যাপক) মো. শামসুল ইসলাম কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!