Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লাশ ভেবে তুলকালাম : ভেতরে কোলবালিশ!

admin

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ০৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ | ০৩:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
লাশ ভেবে তুলকালাম : ভেতরে কোলবালিশ!

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কাজলরেখা খালে হোগলায় পেঁচানো লাশ ভাসছে ভেবে ব্রিজের উপর শত শত মানুষ ভিড় করেন। পরে পুলিশ এসে হোগলা খুলে দেখে ভিতরে কাপড় ও তোশক দিয়ে পেঁচানো রয়েছে একটি কোলবালিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের কাজলরেখা খালের উপর বালিগাঁও টঙ্গীবাড়ী প্রধান সড়কে ঋষিবাড়ি ব্রিজের নিচে হোগলা দিয়ে পেঁচানো মৃত মানুষের মতো একটি বস্তু দেখা যায়। এটি দেখতে শত শত মানুষ ভিড় জমান।

পরে টঙ্গীবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি খুলে দেখতে পায়- মৃত মানুষের মতো করে কাপড় ও তোশক দিয়ে পেঁচিয়ে দুটি বাঁধ দিয়ে হোগলায় মোড়ানো রয়েছে। পরে তারা স্থানীয়দের সামনে খুলে দেখে একটি কোলবালিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন