
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সোবহানীঘাট কাঁচাবাজারের সামন থেকে এসব মাদক জব্দ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটক জামিল সিলেটের গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ নয়ামসজিদ এলাকার ফুরুক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার