Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খালে মিলল গলায় ফাঁস লাগানো নারীর মরদেহ

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
খালে মিলল গলায় ফাঁস লাগানো নারীর মরদেহ

স্টাফ রিপোর্টার:
বরিশালের চরকাউয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন খাল থেকে হাসিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল। হাসিনা বেগম চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ও খেয়াঘাটের মাঝিমাল্লা সমিতির সভাপতি ওমর আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নারী তিন সন্তানের জননী। ওসি আরও বলেন, রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি।

নিহতের স্বামী স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন