Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের আড়াই হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করে তারা।

এ ছাড়া আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ডলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসব অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের (সুনামগঞ্জ) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান- সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন