Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় টিকটককে কেন্দ্র করে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
লোহাগাড়ায় টিকটককে কেন্দ্র করে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় টিকটক করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতীপাড়ায় ইমামাবাড়ি মসজিদের বার্ষিক সভার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত মুমিন নালারকুল মুন্সিপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের পুত্র। সংঘর্ষে মো. মুকিত উদ্দিন (২১) নামে আরও একজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুকিত একই এলাকার রহমত উল্লাহর পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের জানান, রাত ৮টার দিকে তাঁতীপাড়া মসজিদের বার্ষিক সভা চলাকালীন মুমিন ও মুকিত সেখানে বেড়াতে আসেন। সভাস্থলের পাশে একটি ভাসমান কসমেটিকস দোকানের সামনে টিকটক করা নিয়ে দু’গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষের সদস্যরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা জানান, হাসপাতালে আনার আগেই মুমিন মারা যান। তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ওসি আরিফুর রহমান বলেন, টিকটক করা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন নিহত হয়েছে এবং এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন