Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযানে মিলেছে আগ্নেয়াস্ত্র

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
যৌথবাহিনীর অভিযানে মিলেছে আগ্নেয়াস্ত্র

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১৪ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। পরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বন্দুক ও গুলি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, পাইকপাড়ায় বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৪ রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্ধুকটি কার সে সম্পর্কে এখনও কোন কিছু জানা যায়নি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন