Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের পুলিশের খাঁচায় সুনামগঞ্জের আম্বর ও জহুর

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের পুলিশের খাঁচায় সুনামগঞ্জের আম্বর ও জহুর

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে আম্বর আলী ও জহুর আলী নামের দুই ব্যক্তিকে আটক করেছে। তারা উভয়ের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সিলেট শহরে তারা মাদক বিক্রি করতেন। মাদকসহ তাদেরকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে বন্দরবাজার রংমহল টাওয়ারের সামনে থেকে জহুর বাদশা (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জহুর বাদশা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও মাদকসহ একাধিকবার জহুর বাদশা গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার খোঁজারখলা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আম্বর আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ঘোষগাঁও এর মৃত কমরু মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন