
স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলো জৈন্তাপুরের বেলুপাড়া গ্রামের ছয়ফুল্লাহ রহমানের ছেলে মো. রেজাউল করিম (২৫), একই এলাকার রফিক আহমদের ছেলে এবায়দুর রহমান (৩০), শাহপরান থানার আটগাঁও (পুরানবাড়ী) এলাকার মানিক মিয়ার ছেলে রুমেল (৩২)।
পুলিশ জানায়, শনিবার রাতে শাহপরান থানা পুলিশ কুশিঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (রেজি নং: ঢাকা মেট্রো-গ-১৭-৫৫০৩) আটক করে এতে তল্লাসী চালানো হয়।
এসময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ করে পুলিশ।
জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ৭১ হাজার ৪শ শলাকা মন্ড স্ট্রবেরি ফ্লেভারের সিগারেট, ৪৮ হাজার শলাকা আপেল ফ্লেভারের সিগারেট।
এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃ ২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার