Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তরুণীকে ধর্ষণের ঘটনায় রাজেন আটক

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
তরুণীকে ধর্ষণের ঘটনায় রাজেন আটক

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, ১৩ মার্চ নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন জানান, নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন