Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইলিয়াসপত্মী লুনার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ০২:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ | ০২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
ইলিয়াসপত্মী লুনার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাবাজার থেকে ছাত্রলীগ নেতা রফু মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফু মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রারে মৃত তোতা মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী রফু মিয়া। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনামেয় মিয়া বলেন, গ্রেফতারকৃত রফু মিয়া বর্তমানে পুলিশী হেফাজতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে পাঠানো হবে। মামলার বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন